শেষ নেই
বাদল সরকারের
Unending
by
Badal Sircar
I commend Enad for taking on such a complex project. The portrayal of such a complex script is never easy, but I thought Sukalpa (the director) did a fine job breaking the complex concept and narrating it on stage with all sort of visual and theatrical aids. So kudos to him and his entire team.
শেষ নেই দেখার পর এখনো তার রেশ শেষ হচ্ছে না। অসামান্য নির্দেশনা, অভিনয়, সেট, আলো, ব্যাকগ্রাউন্ড প্রজেকশন, সঙ্গীত, সুপার-টাইটেল । দীর্ঘ নাটকটি দেখেতে দেখতে এক মুহূর্তদের জন্য আকর্ষণ হারায়নি ; কুশীলবদের এমনই মুন্সিয়ানা। সাধুবাদ এনাদ কে।
I am communicating my parents’ feedback. They loved the show. They felt it was executed very intelligently. My father is a theatre enthusiast and has watched a number of Badal Sircar plays. He felt this was one of the best of his work. They were especially impressed with the use of projections to communicate the inner turmoil of the characters.
একটি নাটকের সার্থকতা বুঝতে কয়েকটা জিনিস খুব প্রাসঙ্গিক, প্রথমত নাটকটি কিছু ভাবায় কিনা , এবং নাটকটি আরেকবার দেখার ইচ্ছা প্রকাশ পায় কিনা। Enad এর শেষ নেই নাটকটি এই দুটি মাত্রাতেই খুবই সফল । নাটকে ব্যাকগ্রাউন্ডের ব্যবহার, আলো এবং ধ্বনির ব্যবহার, এবং কুশীলবদের সুন্দর অভিনয় ভাবতে বাধ্য করায় নাটকটি আবার কবে দেখা যেতে পারে। আর নাটকের যা বক্তব্য সেটা তো গত দুদিন ধরেই ভাবছি। সুমন্ত সান্যাল বা তার আশেপাশের লোকেরা ঘুরে ফিরে আসছে ভাবনাতে।
















